______________________
ঘন মেঘ ডম্বরু গর্জিছে আকাশে,
ধরা যেন ভেসে যাবে তারি এক আভাসে।
গুরু গুরু গরজিয়া বাজ জ্বলে চমকে;
যেন ক্রোধ ঝলসায় রুদ্রেরই ধমকে।

বাঁধহারা বাদলের ঝরোঝর বর্ষণ,
দুর্যোগে নির্ঘোষে গগণের গর্জন;
বর্ষায় ঝাপসা আঁধারের পুচ্ছ,
ত্রাসে কেঁপে দুলে উঠে তমালের গুচ্ছ।

যেন আজ উত্তাল ঘূর্ণি পূব বায়
রুদ্র ক্রন্দসী মাতা এক কেঁদে যায়;
সন্তানে হানাহানি-- কান্নার রব আসে,
ধরামাতা কাদেঁ তাই অগ্নির হুতাশে।

আঁধারের এলো চুলে বজ্রের লালফুল,
ধরাবুক-কপোলেতে হেসে উঠে জলটোল,
মেঘদল-সুরমায় টলোটল কালো চোখ,
বৃষ্টির কান্নায় ঝরে যেন পড়ে শোক।

শোঁ শোঁ রবে ধেয়ে চলে বাতাসের সাম্পান
উন্মাদ আক্রোশে, নেই লয় নেই তান।
ধীরক্রমে ফেঁপে চলে আঁধারের বন্যা,
থামবেনা কভু বুঝি বুকভাসা কান্না।।

© আজিজুর রহমান খান