১.
রাত্রির আছে নৈঃশব্দ,
তারায় খচিত বুক

ভালবাসায় লুকানো থাকে কি
বেদনার উৎসমুখ?

২.
মুগ্ধ প্রেমিক আমি..
না বলা কষ্টে কাতর;

রাত্রি রমনী হয়,
কাঁদে আবছায়া আঁধারের চাদর!

৩.
বিনিদ্র রাত..একলা প্রহর..
চাঁদের ঝর্না ঝরে,

বলতে পারো..
নাচবে কবে ময়ূর মোদের ঘরে?

৪.
বুকের ভিতর বসত করে
কষ্ট এবং সুখ,

চোখ বুঁজলেই পাপড়ি মেলে
আমার প্রিয়ার মুখ!

© আজিজুর রহমান খান