নিকানো উঠানে আলতা-রাঙ্গানো মৃদুপায়ে হাঁটবে সে,
ভেজা দুর্বায় আসন পেতে আমি দু'চোখ ভরে দেখব..
কাজল টানা চোখে স্বপ্নের অঙ্কুর এবং
এলানো খোঁপায় রাতজাগা সুখের বিলাস।
তারপর..
দুজনে পাশাপাশি কিছুক্ষন হাঁটবো,
বাঙ্ময় মৌনতায় মুখর নীরবতা;
দীঘির জলে পা ডুবিয়ে দেখব হাঁসের জলকেলি,
দূরে কোথাও ডাকবে একটা নিঃসঙ্গ পাখি..
বউ কথা কও..
বউ কথা কও!
আনমনে অবহেলে বয়ে যাবে তটিনী প্রহর..
দুপুর..
সন্ধা..
আবছায়া..মায়াবী রাত!
জারুল পাতার ফাঁক গলে চুঁইয়ে পড়বে অলস চন্দ্রিমা,
ছই তোলা নায়ে কিশোরী নদীতে
আমরা দুটিতে হাত ধরাধরি করে বসে থাকব..
প্রিয়ার মুখে অনুচ্চারে বেজে উঠবে
গভীর রাগিনী..
ভালবাসি,ভালবাসি!!
এমন একটা স্বপ্ন দেবে আমায়?
© আজিজুর রহমান খান