তোমার খোঁপায় কচুরিপানার ফুল..
বাতাসে বাড়ানো তোমার দু'খানি হাত..
অধরা আবেগে তুলতুলে রোদ কাঁপে..
উড়ে চলে আসি আমি দুরাত্মা বক!

পাতার সবুজে পড়েছে মেঘের ছায়া,
বকের ডানায় চড়েছে ফেরারী মন;
বাতাসে আঁচল মেলেছে আমার মায়া,
হৃদয়ে জড়ায় হৃদয়ের কম্পন।

গোধূলি আবীরে কচি বাঁশপাতা দোলে,
স্বপ্নেরা সব বুদ্বুদ হয়ে যায়...
নাগরিক স্রোত অনাহুত রব তোলে,
রাত ভোর হয় তোমার প্রতীক্ষায়!

© আজিজুর রহমান খান