দরজা তুমি-ই বন্ধ করেছো প্রিয়া!
দরজার বাইরে সারাদিন-সারারাত অপেক্ষা করে রইবো,
তবু টোকা দিয়ে তোমার ঘুম ভাঙ্গাবো না!
বিবর্ণ দিনে কিংবা জোনাকহারা রাত্রিতে
একা..ভীষন একা জেগে রইবো,
তবু তোমায় ডাকবো না!
ধোঁয়ায় আচ্ছন্ন চোখে যতই মেঘ নামুক,
তোমায় আমি খুঁজবো না!
এক বুক ভালবাসা নিয়ে নীরব কষ্টে ডুবে মরে যাবো,
তবু তোমার হাত ধরবো না!
দরজার এপারে ভালোই থাকব আমি,
খুব...খুব ভালো..
ঠিক প্রমিথিউস-এর মত!
© আজিজুর রহমান খান