তুমি আমাকে একটু-ও চিনতে পারনি প্রিয়া
ঝিনুকের খোলসটাই দেখেছো শুধু
নিষ্করুণ চোখে..
মুক্তো দেখনি,
সৈকতে মুঠো মুঠো
বালু নিয়ে খেলেছ..
ভেতরের জলটুকু ছোঁও নি।

আকাশের আঁচল ছুঁয়ে
রোদ মেখেছো গায়ে
যৌবনের প্রখরতায় আশ্লেষে- আলিঙ্গনে;
মেঘবালক-কে ঠেলে দিয়েছো
অবচেতনের সুপ্ত গহ্বরে।

আমার তল খুঁজোনা প্রিয়া..
হারিয়ে যাবে,
আমার গভীর চাওয়া আমারি থাক
অনির্বচনীয় হয়ে।


© আজিজুর রহমান খান