মনে রেখো পৃথিবীর অবারিত মাঠ,
আকাশের আঁচল ছুঁয়ে যাওয়া
দুরন্ত স্বপ্নচারী গাংচিল,
তারাদের না বলা কথা,
জোছনার নীরব পংক্তিমালা;
মনে রেখো সূর্যোদয়ের
প্রবল মাহেন্দ্রক্ষণ,
কিংবা রাত্রির জঠরে
সূর্যাস্তের নির্মোহ বিসর্জন;
তোমার মাকে মনে রেখো...
তোমায় জন্ম দিতে
জরায়ুর আকুল প্রয়াস,
তুমিই তোমার মা, কিংবা বাবা
অথবা তুমিই আদিপিতা..
জন্ম-জন্মান্তরে উৎসারিত
অস্তিত্বের গান।
পৃথিবীর ত্বকের কথা মনে রেখো:
লাল পৃথিবী, কালো পৃথিবী, হলুদ পৃথিবী, সাদা পৃথিবী, বাদামী পৃথিবী;
মনে রেখো তুমিই পৃথিবী।
কান পেতে শুনো
বৃক্ষরাজি, গুল্ম কিংবা
পাখিদের গল্পচারিতা।
বাতাসের সাথে কথা বোলো,
ঠিক পেয়ে যাবে
মহাবিশ্বের উৎসের ইতিকথা।
মনে রেখো আহ্নিক গতিতে সওয়ার
মহাবিশ্বই তুমি, কিংবা তুমিই মহাবিশ্ব!
নতুন বছর, নতুন প্রহর
নতুন সম্ভাবনার অলীক মায়াজাল...
ভুলে যেও না তোমার
মাড়িয়ে যাওয়া ঘাস বা ধূলিকনাকে,
অনাবিল শৈশব ও উদ্ধত যৌবন,
ফেলে আসা পাপ ও পুন্যের সমারোহ,
স্তব্ধ ইথার, মোহনা কিংবা
ঘুমন্ত পর্বতমালাকে।
মনে রেখো.... মনে রেখো।।
© আজিজুর রহমান খান