__________________________
আমি আর আকাশ দেখিনা প্রিয়া

চাঁদের উপোসী থালা..
ধ্রুবতারার একাকী বাতিঘর..
কিংবা জোনাকি ছাওয়া নির্জন ছায়াপথ..
রাতের উদাসী মেঘদাম..
সব ভুলে গেছি প্রিয়া..সব!

হাসনাহেনার সুবাস আর গায়ে মাখিনা আমি..
ছুঁড়ে ফেলে দেই অসাধ্য সাধের অঙ্কুর;
কল্পনার কল্পতরু যেন
বিশুষ্ক শিমুলের কঙ্কাল!

কিছুই মনে রাখিনি আমি,
চোখের তারায় বিস্মৃতিরা ভীড় করে..
সামনে গুমোট আঁধার..কেবলি আঁধার!

তবু-ও মাঝে মাঝে..
বুকের খুপরিতে..
একান্ত অজানিতে ডানা ঝাপটায়
একটা অবুঝ প্রজাপতি..

সে কি তুমি?

© আজিজুর রহমান খান