আকাশে এখনো চাঁদ আছে..
অথচ আমার দু'চোখে আলো নেই;
বাইরে উন্মাতাল বাদল-বাতাস..
সেই বাতাস আমাকে ছুঁয়ে যায় না;
হাসনাহেনা ছড়ায় তার সবটুকু যৌবন..
বিমর্ষ আমাকে একদম আলোড়িত করেনা;
রাত্রি বিছিয়ে দিয়েছে গভীর মায়ার চাদর..
আমি তার স্পর্শ নেবো না;
পৃথিবী ঘুমায়..হয়তো তুমিও,
আমার দু'চোখে ঘুম নেই;
কান পেতে শুনি..
ঝিঁঝিঁ পোকার আর্তনাদ
এবং
কুকুরের কুঁই কুঁই!
বড়ো কষ্টের এই জেগে থাকা..
সঙ্গীহীন..স্বপ্নহীন
অন্ধকারে একা
মৃত মানুষের মত!
ঘুমাও প্রিয়া..
মায়াবী অন্ধকার গায়ে দিয়ে;
রাত্রির চাদরে জড়িয়ে থাক আমার
না বলা ভালবাসা।
© আজিজুর রহমান খান