কত সহজেই তুমি
বল ভালবাসি;
অবলীলায় ছড়িয়ে দাও
বাতাসের রেনুতে..
দুলে উঠে স্তব্ধ ইথার,
মৌন জলরাশি
অধরা অলখের দিকে
বাস্ত হয়ে ছুটে!
কত সহজেই তুমি
পানকৌড়ি হও;
চুপ চুপ দাও ডুব
জলের মাদুরে..
রামধনু রংয়ে সেজে
দূ্রাবাসী রও
জলের স্ফটিক কাঁপে
সুরে কি বে-সুরে!
কত সহজেই তুমি
ডাকো যে আমায়,
আমার চোখ পড়ে থাকে
কপোতের ডানায়।
© আজিজুর রহমান খান