তুমি যদি না কথা কও,
আমি তবে খই ফোটাবো মুখে;
তুমি যদি না হাসো গো,
হাসবো আমি সৃষ্টিছাড়া সুখে..
তোমার কান্না জড়িয়ে নেবো বুকে..
ভীষণ যতন করে!
তুমি যদি না জেগে রও,
আমি তবে কালবোশেখী হয়ে
তোমার আকাশ নাড়িয়ে দেব
সর্বগ্রাসী ছন্নছাড়া লয়ে;
দেখবে তুমি অবাক ভয়ে...
সুখের বাদল ঝরে!
তুমি যখন ব্যস্ত অনেক
আমার তখন অলস প্রহর কাটে;
তোমায় যদি ধরতে না পাই,
ডুব সাঁতারে অলীক জলপ্রপাতে
কল্পনাতে গল্পতরু সাজাই তোমার সাথে,
যতই থাকো দূর!
তুমি যখন একলা ভীষণ..
শূন্য খাঁ খাঁ বুকটা কেমন করে,
আমি তখন উছল নদী,
উপচে দু'কুল ঢুকব তোমার ঘরে
মাখিয়ে নেব অনন্ত অম্বরে
তোমার সকল সুর!
© আজিজুর রহমান খান