তারার হাট বসেছিল আজ,
সেই কোলাহলময় অস্থিরতায়..
বাঙময় জনারণ্যে..
মেহেদি ও ফুলের মেলায়
মধ্যমণি হয়ে বসেছিলাম আমি;
অথচ আমার মন পড়ে ছিলো
অন্য কোনোখানে!

আসর ভেঙ্গে গেছে,
ছড়িয়ে আছে বিমর্ষ ফুলেরা..
আধখাওয়া পায়েস,
বেবী সুইট আর চেরী ফল;
সুনসান নীরবতায়
ক্লান্ত আমি শুয়ে আছি একা..
পরিত্যক্ত হলুদের ষ্টেজে।

ঘুমাও মায়া..
জ্যোতিহীন,ঊর্মিহীন,স্বপ্নহীন
কৃষকের ঘুম;
জানো না..
হলুদ রাত্রিতে জেগে থাকতে নেই,
অমোঘ নিয়মের পাঁকে বাঁধা এ জীবন!

© আজিজুর রহমান খান