একটি জীবন মেঠো ক্যানভাসে আঁকা
ছুটে চলা নদী, সর্পিল আঁকা-বাঁকা;
দূর অরণ্যে পাখিদের কলরব,
পিছু ডেকে যাওয়া দুরন্ত শৈশব।

একটি জীবন অদেখা মায়াবী সেতু,
কালের কলসে ক্ষণিকের ধূমকেতু;
বয়ঃসন্ধির তীব্র আবেগে ঘেরা
অচেনা সময়, উড়ে যায় হরিণেরা।

একটি জীবন জলের অতলে দোলে,
প্রেমিক ময়ূর প্রলয়ের সুর তোলে;
মন্থন জাগে, রাত্রি রমণী হয়
প্রেমিকার চোখে অবাক সূর্যোদয়!

একটি জীবন খেয়ালী মেঘের ভেলা,
নিত্য প্রসব সুখ-দুখ-অবহেলা;
স্মৃতির পাহাড়, সানুদেশে কত নুড়ি!
সাতরঙ দিয়ে সাজানো অলীক ঘুড়ি।

একটি জীবন আধো আলো, আধো ছায়া
নিষ্ঠুরতায় জড়ানো ভীষণ মায়া!
সীমার প্রদীপ, অসীমের পানে ধেয়ে
ছুটছে জীবন অচেনা নৌকো বেয়ে।

© আজিজুর রহমান খান
   ০৯/০১/২০২১