ভালবাসি--
সূর্যোদয়ের সবটুকু লালিমা মাখা
প্রথম দেখা তোমার মুখ..
বিদায়ক্ষনে তোমাকে ঘেরা আষাঢ়ের মৌন ঘনছায়া..
তোমার ঠোঁটে নদী ছলকানো উর্বশী চাঁদ..
তোমার দুচোখে প্রথম বাদলে ভেজা কদমের স্বপ্ন..
যমুনা-পারে কাশদলের সবটুকু শুভ্রতা বুকে লেপটে শুয়ে থাকা..
বুকের গভীরে আরেকটি বুকের ঘনশ্বাস..
অথচ দ্যাখো... এই আমি
সাহারার কষ্ট অস্তিত্বে মেখে
বুকের ভিতর যত্নে লালন করি শূন্যতাকে।
স্মৃতিরা ভীড় করে..
ডালপালা মেলে..
গ্রাস করে নিতে চায় আমাকে;
কায়ক্লেশে সরিয়ে দেই ওদের..
আলিঙ্গন করি সাহারার শূন্যতাকে।
আমি ভাল আছি মায়া,
খুব..খুউব ভাল,
আইফেল টাওয়ার অথবা তাজমহলের মত!
© আজিজুর রহমান খান