দোর খুলতেই ঝাঁপিয়ে পড়লো আলো,
আসবাবগুলো কেঁপে ওঠে শিহরণে;
চিলের ডানায় ভরা রোদ ছলকালো,
দূরাগত ঢাক ধমনীর স্পন্দনে।
স্বপ্নরা ওড়ে ঘরময় নির্বাক;
অধরা আবেগ, মৃদু খুনসুটি কিছু
নক্শী চাদরে লাল শালুকের ঝাঁক,
কুহেলিকা ছোটে জোনাকির পিছু পিছু।
ত্রস্ত সময় প্রসারিত করে হাত,
নিভৃত রুমালে মেঘদল পাখা মেলে;
মাস্তুলে নাচে অমাবস্যার চাঁদ,
সফেদ ফেনায় নীল ভালোবাসা খেলে।
ব্যস্ত জীবন, প্রহর গড়িয়ে যায়
অলিখিত থাকে হিসাবের হালখাতা;
ক্রমশই মিহি ধুলো জমে আয়নায়,
বিবর্ণ স্বরে গান গায় ঝরাপাতা।
অর্কেষ্ট্রায় চেনা কুশীলব সব,
রুটিনে সাজানো দাম্পত্যের সুখ;
সোনালী কফিনে কাকতাড়ুয়ার শব,
কালো চশমায় ঢাকে জোছনার মুখ।
হাত মেলে দাও, ভেঙে ফেল শৃঙ্খল
টেনে ছিঁড়ে ফেল সম্পর্কের ডোর;
ডাকছে অসীম, খুলে দাও অর্গল
ডাকে অরণ্য, রাঙা শাপলার ভোর।
© আজিজুর রহমান খান