মুছে গেছে
সাজঘরের যত্নে আঁকা সাজ..
মাশকারা..
মেহেদির জলছবি।

শুকিয়ে গেছে
গাঁদা,গোলাপ আর কাঠবেলিরা..
সৌরভ মিলিয়েছে অচেনা অলখে।

মুছে যাবে
আল্পনার ক্ষয়ে যাওয়া চিহ্নও..
ভালবাসার স্বেদবিন্দু..
চোখের জলের দাগ..
সব..সবকিছু!

রয়ে যাবে শুধু
সমাজ-সংসার বাঁধাডোর..
নিয়মের অদৃশ্য সূতো..
আর ফ্রেমে বাঁধা রুটিনওয়ার্ক।

আমার জন্য তোমার ভালবাসা
আমাকে কাঁদায় না আর..
কীভাবে কাঁদাবে..
মৃত মানুষকে কি
কিছু স্পর্শ করে?

সময়ের শেকলে বন্দী
ভাবনার ধূলোরা আমার,
দিকহারা গাংচিলের চক্রায়িত দীর্ঘশ্বাস
ঝরে বিষন্ন দিকরেখায়;
কালের নিরাসক্ত সাক্ষী যেন
গলির জীর্ণ ল্যাম্প পোস্ট!

© আজিজুর রহমান খান