মনের কষ্ট রাগ কিবা ঘৃণা
বাতাসে উড়িয়ে দিয়ো,
কালোর গভীরে আলোটিকে তুমি
বুকেতে জড়িয়ে নিয়ো।
কিছুটা প্রলাপ,কিছু খুনসুটি,
গোলাপের কাঁটা ফুটে..
কষ্ট পেয়েছো?
পরাগরেনুটি তুলে নাও করপুটে।
বুঝলেনা প্রিয়া মেঘের আড়ালে
কতখানি জল আছে,
অতলান্তিক সাগরের ঢেউ
তুচ্ছ তাহার কাছে!
তমসার ঘোর তোমার নয়নে
কাজল যদিগো আঁকে,
অজানিতে আমি লুকিয়ে রইবো
কাজলদানির ফাঁকে।
নিশ্বাস নেবে?
বাতাসের মাঝে জলকণা হব আমি,
তোমার গভীরে রক্তের স্রোতে
মিশে রব দিবাযামী।
শিথানের পাশে খোলা এলোচুল
ছড়ায়ে ঘুমাবে যবে,
নিশ্চিত জেনো,
ঘুমের গভীরে একটু জায়গা রবে..
পাগলের তরে!
অচেনা কিংবা ভীষন চেনা এ ক্ষ্যাপা,
প্রস্তুত থেকো, সামলাতে হবে
নিভৃত প্রেমের হ্যাপা!
© আজিজুর রহমান খান