সারা দিন পরিশ্রম করে বাসায় ফিরি..
নিরানন্দ কারাগারে;
তোমায় ফোন করি..
এক দন্ড শান্তির আশায়,
ক্লিষ্ট হই নির্মম..রূঢ় কষাঘাতে!

কষ্ট পাই প্রিয়া,
বড় কষ্ট!

এ পৃথিবীতে সবচে' হতভাগা কে জানো?
..যার প্রিয়জন তার কষ্ট বোঝেনা!

আমার চাওয়া যদি তোমাকে না-ই স্পর্শ করে,
দেয়াল তুলে দিয়ো;
আমার ডাক যদি না-ই শুনতে পাও,
অযথা পেতোনা কান;
আমাকে যদি না-ই বোঝো,
বৃথা বোঝার চেষ্টা করনা!

আমার মন নিয়ে খেলোনা প্রিয়া,
একদিন দেখবে..
সেখানে কোনো কোমল অনুভূতি নেই,
নেই তোমার জন্য কোনো
না বলা কষ্ট!

কি ভাবো আমায়?
কাঙ্গাল?
হ্যাংলা একটা?
..ভুল করেছো প্রিয়া,
বড় ভুল;
জানোনা হয়তো..
পানি ছাড়াও বেঁচে থাকতে পারি আমি,
অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিতে পারি হাজার বছর!

যতই কষ্ট হোক..কষ্টে ডুবে যাই,
মরবোনা আমি;
বেঁচে থাকব প্রিয়া,
বেঁচে থাকব..
তোমারি জন্য..
ইট-কাঠ-পাথরের জীবন।

© আজিজুর রহমান খান