পাতা ঝরার শব্দ শুনতে পাও মায়া?
হৃদয়ে ভূমিধ্বস?
বাতাসের উথালপাথাল?
ভ্রমরের গুঞ্জন?
ঝিঁঝিঁ পোকার আর্তরব?
.....জেনো সেটা আমি।

নিঝুম নির্ঘুম রাতে বকুল-হাসনাহেনা-কাঁঠালীচাঁপার ভীড়ে
একটা অসহায় ম্লান কটু গন্ধ যদি পাও (হোক না সেটা সিগারেটের)...
বুঝো সেটা আমি।

আটপৌরে দৈনন্দিনতায় যখন ক্লান্ত তুমি..
আকাশ দেখো মায়া,
রাতের আকাশ..
অনন্ত নক্ষত্রবীথি..
সবচে'..সবচেয়ে নিঃসঙ্গ যে তারাটা মিটমিট করবে,
স্বপ্নের রথে চড়ে সেখানে চলে যেয়ো..
দেখবে... ভালবাসার ঝাঁপি খুলে বসে আছি আমি!

আসবে মায়া?

© আজিজুর রহমান খান