মেঘের ডানায় উড়ছি আমি
হাওয়া হাওয়া তালে তালে
আমার পাশে চন্দ্র হাসে
শুক্র মিটিমিটি , শনির বলয়
রাখছে ঘিরে, মঙ্গলে প্রীতি ।।

আমার বলয় তোমায় ঘিরে
তুমি আমার পৃথিবী।।