আমি চাই আমার কেউ একজন থাকুক
ভালবাসুক বা না বাসুক
তবু কেউ একজন থাকুক;

আমি চাই আমাকে জোর করুক
কিংবা অধিকার নিয়ে কথা বলুক,
প্রচণ্ড অভিমানে কেউ
একজন বাহানা নিয়ে জড়িয়ে ধরুক ।

খুব ভোরের আড়মোড়া দেওয়ার ছলে
আমার উপর নেতিয়ে পড়ুক।


ভুল পথে চলার ছলে
আনমনে ধাক্কা লাগুক
লাজুক চোখে আমার চোখে তাকিয়ে
তার চোখে শিমুল ফুটুক,
লজ্জাবতী মত কেউ আমায় দেখি
নিজে আড়াল করুক।

চৈত্রের  দুপুরে প্রচণ্ড গরম
ক্লান্ত শরীরে ঘামে ভিজা মুখটা
আঁচলে মুছুক।