আমার একটা জমা কথার ব্যাংক আছে!!

না বলা অভিমান,
বুকের মাঝে পাথর চাপা কষ্ট
বুনো কাঁটায় ক্ষত বিক্ষত
পদ যুগল ভায়োডিনে ডুবে ডুবে
তোর আঙিনায় লাল সুখের
গালিচা ভিজানো হলো না।

অবাধ্য সব ইচ্ছেগুলো
অপেক্ষার ক্ষতে ন্যাপথলিনের
গন্ধে সুখ খোঁজা হলো না,
আমার অপেক্ষার ট্রেনে বুনো ঘাস
আর বাদাম খোসার ক্রসিং হতো,

তবু বলা হলো না।।

সময়ের ব্লাকহোলে বিকট শব্দে
ঘণ্টা ধ্বনি হতো
চিৎকারে চিৎকারে ফুসফুসে
প্রতিটি গহ্বর মহা নিনাদে বিগব্যাংয়ের
ন্যায় অস্তিত্ব বিলীন হতো,

তবু বলা হলো না।

একটা শ্রাবণ সন্ধ্যা, এক পসলা বৃষ্টি
আপন করে ছুঁয়ে দিল না,
নিজের করে পাওয়া হলো না।

শরতের বিকালে নির্জন মেঠোপথে
পায়ে পা মিলিয়ে হাঁটা হলো না,
শাপলা পুকুরে সাঁতার দিয়ে
রক্তিম ভালবাসা ছোঁয়া গেল না,
চাঁদনী রাতে জ্যোৎস্না স্নান  হলো না।

আমার একটা জমা কথার ব্যাংক আছে।।।

তবু বলা হলো না।।।