শিমুল যে ফুটেছে ডালে রক্ত নিয়ে বুকে
কৃষ্ণচূড়া লেগেছে আগুন, সুখ কী এসবে?
সালামের রক্তে ফুটলো ফুল ঢাকার ঐ পথে
বাংলা মোদের প্রিয় ভাষা, শোভা পায় না
বিল বোর্ড, হাইকোর্ট আর ভার্সিটির বইয়ে।
কথায় কথায় ইংলিশ বলি, বাংলা করি হেলা
একুশ এলেই বাড়ে যত ভাষার ফেরিওয়ালা।
দিনদুপুরে কাচি ধরে করছি অস্ত্রপাচার তার
ভাষা আমার অতিক্লান্ত, রুগ্ন কঙ্কালসার।
যেদিকে তাকি সেখানেই দেখি, মলিন মুখ তার
ভাষা নিয়ে গর্ব করি বলি আটই ফাগুন আমার।
বাংলায় তার অতি লজ্জা, যায় না বলা কথা
কথায় যদি ইংলিশ না আসে, স্মার্টনেস আসে না।
একুশে ফেব্রুয়ারিতে এনেছি মোরা অতি স্মার্টনেস
আদর করে ডাকি তারে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েস ডেই।