তুমি বলেছিলে
বাইরে এসো,
অনেক কথা জমা আছে
অনেক কথা বলার আছে
অনেক স্বপ্ন দেখা বাঁকি আছে।
বাইরে এসো
তোমার অপেক্ষায়,
আজ আমি শিকড়হীন অশ্বত্থ বৃক্ষ।
আমার ক্লান্তি নেই
আমার রাগ অভিমান নেই
আমি স্থির, তুমি নদীর মত বহমান।
তীরে দাঁড়িয়ে তোমার খিলখিল রবে
পাথার পাণে বয়ে চলা দেখেই
আমার দিন কাটে।