খোঁজের আড়ালে রাখি তাকে
খোঁজে বেড়ায় মন যারে;
ভাবখানি বেশ, কুয়াশার রেশ
তুমি বাদে পৃথিবী নিরব
আমি নিঃশেষ।।।

ইচ্ছেগুলো নিচ্ছে যেথায়
মন নাহি আছে সেথায়
স্বেচ্ছায় হারায় তবে দায় কার
অজানা ঠিকানা নিজেরে খুঁজে পায়,
আমি অসহায়।

বয়ে যাওয়া অজানা বিষাদের নীলে
ডুবে আছি তুমি আর আমি
শতজনমের সাধ্য- আমাকে এড়াবে
তুমি?