একা!
বিষণ্ণ মানুষ
নিস্তব্ধ,
চারপাশ ঘোর অন্ধকার
দূরে নিশান আলোক ছটা
ছোঁয়া ছোঁয়া আধো ধোঁয়া
হাত ছোঁয়া নিঃশ্বাস,অবিশ্বাস।

অন্ধকার হৃদয়ের আকার
মানুষ হতে অমানুষ খুঁজি
হেঁটে চলি খুলে ফেলি
মুখের ভীড়ে মুখোশ।

প্রিয়  তাই অন্ধকার,
আলোর মাঝে আলো যে নাই
যে খোঁজে সেই হারায়।

মানুষের হেঁটে যাওয়ার শব্দ
মানুষেই বেমানান,
বিশ্বাস হারিয়ে মানুষ
নিঃশ্বাস হারান ।