বৃষ্টি ভেজা সকাল বেলা পড়ছে মনে তোমায়
ভুলে মাঝেই করছি বাস, মনে নেই রেশ
বিকালে হলেই অপেক্ষা বাড়ে, বাড়ে অস্থিরতা
বসে বসে ভাবি তারে, নাইতো তার দেখা।
গুড়গুড় সুরে ডাকছে মেঘ,কম্পিত বুক
বৃষ্টি নামে বৃষ্টি নামে,বৃষ্টি দেখে সবার চোখ;
বৃষ্টি নয় তো, এ যেন মিষ্টি মেয়ের কান্না।
শোন মেয়ে কাদছো কেন, শোন তবে বলি
তোমার কান্নার হাসছে সবাই, দুঃখ কেন বলি?
হাট পেরিয়ে মাঠ পেরিয়ে খুঁজছে তোমায় সব
তোমায় পাবার আশে চর্তুদিকে প্রার্থনার রব।
আসবে আসবে করেও যখন আসছিলে তুমি
তোমার জন্য ঊৎকণ্ঠা কত, ফাটছে কত ভূমি।
তোমার আশে চাতক পাখি করছে উপবাস
কৃষক শ্রমিক চাষা মজুর সবার মাথায় বাঁশ।
গাছগুলো আজ কাটছে অতি লোভে পড়ে সব
একটি কেটে পাঁচটি লাগালে বাঁচবে তবে পরিবেশ।