যেদিকেই যাই
তোমাকেই চাই!
পূর্বে বা পশ্চিমে
অতীত বর্তমানে
শয়নে স্বপনে
তোমাকেই চাই।
সুখে বা দুঃখে
হাসি মাখা ক্ষণে
জীবনে গানে গানে
প্রতিক্ষণে অনুভবে
আমি তোমাকেই চাই।
বোধের গভীরে
অবোধ মনে
শূণ্যতায় নিঃশেষ হয়ে
পূণতা খুঁজতে
আমি তোমাকেই চাই!!