তাহার খোঁজে নিখোঁজ আমি
নিত্য আনাগোনা, পায়না খুঁজে
মনের মাঝে বন্ধ যে জানালা।
আসবে বসন্ত, আসবে হাওয়া
ফুটবে শিমুল ডালে, মন লাগিয়ে
খুঁজলে তবেই মনের নাগাল পাবে।
শিরায় শিরায় তাহার স্পন্দন, নিলয়
অলিন্দে বাড়ছে বেগ, ভালবাসায়
উত্তাপ ছড়ায়, নাইতো একটু রেশ।
আলো ছায়ার মাঝে মোরা
করছি লুকাচুরি, দিনে সূর্য
আমি হলে, চন্দ্র রাতে তুমি।