তোমার প্রিয় ফুলে রাঙা সকাল
আমার প্রিয় জলে পুড়ে কপাল।
তোমার প্রিয় সন্ধ্যা সকাল গোধূলি
আমার প্রিয় বোবা আকাশ স্বপ্নভুমি।
তোমার প্রিয় রাতে তারা দূর দীপালি
আমার প্রিয় রাতে নিরবতা নিশাচরী
তোমার প্রিয় বৃষ্টি স্নানোৎসব কদম কলি
আমার প্রিয় বর্ষার সোনালু ডালে ঝুলি।
তোমার প্রিয় শীত খেজুর রসে হরেক পিঠে
আমার প্রিয় ঠোঁট ফাঁটা শিশু হেসে কুটিকুটি।
তোমার প্রিয় সকালের শিশির ঘাসে হাঁটা
আমার প্রিয় তোমার পিছু পায়ে পা রাখা।
তোমার প্রিয় ভরা নদী স্রোতে নগ্ন পা ডোবা
আমার প্রিয় কল্পস্রোতে ডুবুরি হয়ে ভাসা।
তোমার প্রিয় অসংখ্য ফুল টগর জুঁই বা বেলি
আমার প্রিয় নয়ত অসীম,পুষ্প শুধু এটুকুই বলি।।