ভাবনার অস্তিত্বে অনুভবে পরিপূর্ণ
আমার চারিপাশ, তবু নেই যেন
কিছু করছি উপবাস, তুমিহীনা
শূন্যতা অপেক্ষার অন্য নাম।
বাতাসে কান পেতে শুনে নুপুর ধ্বনি
বলিতে পারি তুমি এসেছো হৃদয় কোণে
গন্ধ শুকে বলতে পারি তুমি
আমার বকুল জুই চামিলী
আবেগের শত প্রশ্নের উত্তর
চোখের পাতায় বুনি।
ভাবনায় তুমি মহাকাব্য
দুনয়ন জুড়ি!
মনের গহীনে শূন্য চরাচরে
পদশব্দে চমকে ওঠা স্বপ্ন
অপেক্ষার প্রহর গুনে।