ছেড়ে গেছে -তুমি, সে, আপনি সবাই
তাই তো ভাবা উচিত
আমি আসলে কার?
সকাল ছেড়ে এসেছে দুপুর
দুপুরে গগন খাঁ খাঁ করেছে
অপেক্ষা শুধুই তিনপ্রহর।
শিশু কাল করে পার
তারুণ্যের আশে
মাঝ বয়সে বসে ভাবি
কে আছে মোর পাশে।
জীবন গেল যৌবন গেল
গেল স্বপ্ন বাঁচার আশা
অপেক্ষা অন্তহীন শুধু
হিসাব কষা,অবশেষে
শূন্যে মিশা।