যে শহরে আমার প্রিয়তমা নেই
সেই শহরের বাতাস যেন বিষাক্ত সীসা
রাস্তাগুলোর একাকার দুঃস্বপ্নের চোরা গলিতে
শহরে উজ্জ্বল আলোয় ঝলসায় প্রিয় মুখ,
বুকের মাঝে নীল বেদনায় চেপে ধরে ইলেকট্রিক
পোলগুলো,প্রিয়তমার কম্পিত ঠোঁটে চীর ধরে দানবের হুংকারে, বৃষ্টির নুপুর শ্রাবণ দুপুর যেন
পথিকের নিরব অশ্রুধারা।
প্রেমিক শরীরের ঘ্রাণ বাতাসে সুবাস, নুপুরের মৃদু ছন্দ মোহিত সারা শহর,
একদন্ড শান্তির আশায় যে শহর হয়েছি
প্রেমিকের শীতল পাঠি,
সেই শহর হয়েছে হৃদয়হীন মানুষের
ভাগাড়, তুমি নেই বলেই আজ এই ব্যস্ত
নগরী হয়েছে নিথর পুণ্ড্রনগর।
আজ যে রাস্তায় শেয়াল কুকুরের আনাগোনা
একটুকরো মাংসপিন্ড নিয়ে সংঘাতে জড়ায় পাড়ার
পাতি নেতা, ধাওয়া পালটা ধাওয়া লেজগুটে পালায়
নেকড়েটা
সেই পথে একদিন ভালবাসার হুইসেল বাজতো,
সুবাসে মোহিত হত প্রেমিক হৃদয়, ভালবাসার স্লোগানে প্রতিধ্বনিত হত- তুমি আমার, তুমি আমার।।
তুমি নেই বলেই এই ব্যস্ত রাজপথে মেতে উঠেছে
হৃদয় হন্তকের হুলি খেলায়।
হয়ত তুমি আসবে, আবার কোলাহলে মুখরিত হবে
এই নগরী, প্রতিটি ইট ফিরে পারে প্রাণ, বাতাসে ধ্বনিত
হবে ভালবাসার অমোঘ বাণী।
আসবে বসন্ত, ফুটবে পলাশ, কোলাহলে
প্রাণ পাবে নদীর বাঁকের বৈশাখী মেলা,
বরষা জলে প্রাণ ফিরবে
সড়ক দ্বীপের ল্যাম্পপোস্টে,
শুধু অপেক্ষা তোমার।