আমার ঋণের পরিমান সঞ্চয়ের চেয়ে ঢ়ের
কম নয় বৈকি?
জনতার ঋণ হয় সোনালী রুপালী বা কোন
মহাজনের দ্বারে
সে সুদ জমে সুদ জমায়
শোধায় সব যেন কড়ায়গণ্ডায় হিসাব করে
যেন একরতি অমিল না হয়।
আমি মানুষ মানুষের মত সঞ্চয় হয় না
আমার ঋণ হয়, সঞ্চয়ের বড় লোভ যে
রয়েই গেল আনমনে।
আমি কোন যে দেশে কোন সে শহরে
কোন যে রাজধানী খুঁজবো
কোন ভল্টে জমাবো সময়।
আমার এত ঋণ এত দায়
আমার মুক্তি কোথায়?
আমি ঋণী
আমার জন্মদাতার কাছে
আমার জন্মভূমির কাছে
জাতির কাছে।
আমি কাঙাল শুধু নিয়ে
সুখি হয়েছি স্বার্থান্ধের মত।