তোমাকে আমি দেখিয়েছিলাম
একদিন
মস্ত বড় এক ময়দানে
কড়ই শিমুল আর ইউক্যালিপটাস সারিতে
সকাল গড়িয়ে মধ্য দুপুরে নীল তাবুর নিচে!

শিশিরে ভেজা তোমার আঁখি
এক কণা মুক্তার দানা
আলোকিত হল হৃদয় আমার।
প্রথম দর্শনে দেখেছো তুমি
একবার নয় তিন তিন বার
আমি নির্বাক তাকিয়ে অবাক
চেনা অচেনার সংশয়ে
ভীরু ভীরু নয়নে তাকিয়ে সংগোপনে
দেখেছি আমার ভবিষ্যৎ।

সেই যে শুরু, কত কালবৈশাখী পার করছি
তুমি পাশে ছিলে তাই পেরেছি
ছিলে কোথায় তুমি, কোথায় ছিলাম আমি
অসময়ে হলো দেখা,
অসময়ে ফুটালে ফুল
হৃদয় বাগানে;
কি দোলায় দুলছো তুমি
জানে অন্তর্যামী।
দিয়েছো যত, ঋণী করেছো তত
যা কিছু সুন্দর আজ
তাতো তোমারি দান
হে আমার প্রিয়তমা জান।