একবিন্দু শিশিরের আশায়
কেটে গেল সহস্র সকাল,
একটু শীতল ছায়ার আশায়
কেটে গেল রৌদ্র দুপুর।
একটা গোলাপের  ছোঁয়া পাব ভেবে
কাঁটার আঘাতে হয়েছি ক্ষত বিক্ষত।

একটা বসন্তের ভাবনায় কেটে গেল শত বসন্ত
একটা জীবন  চলে যাচ্ছে
প্রজাপতি দেখতে দেখতে।

একটা শ্রাবণ রেখেছিলাম তোমায় গল্প শোনাব
একটা ফাগুন রেখেছিলাম তোমার সঙ্গে
কৃষ্ণকলি হয়ে পলাশ ডালে ঝুলবো।

একটা আটপৌরে  বিকাল রেখেছিলাম তোমায়
নিয়ে কল্পলোকে স্বপ্নরথে সারথি হব।
শরতের রাত রেখেছিলাম তোমায় নিয়ে
জোছনা জননীর কাব্য লেখব।
একটা শীতের অপেক্ষা করেছি
প্রচণ্ড কাঁপুনিতে তোমার বুকের উষ্ণতা নিব।

একটা জীবন উইপোকার মত  শেষ করেছি
পরজন্মে তোমার প্রেমিক হব।