আজকে আমার পায়ে ব্যথা
যাইনি হেঁটে অফিস তাই
মামা আছেন উপরওয়ালা
তোয়াক্কা কারে করবো ভাই।
চেয়ারটা যে অতি পুরানো
আরাম নেই যে বসে
খুঁজছি তবে খোশ মেজাজে
আরাম পাবো কিসে।।
অতি ভদ্র মানুষ আমি
করে সম্মান তাই ,
গিন্নি বলেছে- ঘুষ খাবেনা
বলবে মানুষ অফিসার একটায়।
হাসু আমার অফিস পিয়ন
বলেনা তেমন কিছু,
অফিস পাড়ায় গল্প মারে
এমন মানুষ দেখিনি কভু
ক্লান্ত মনে হিসেব কষে
অবশেষে আমায় বুঝায়
“নো স্মোক উইদাউট ফায়ার”।