মানুষ মরে গেলে পঁচে যায়
অথচ কিছু মানুষ মরে গেলেই
বরং বেঁচে যায়।
হৃদয় থেকে হৃদয়ে দুরত্বের কত ক্রোশ,
মাইল, আলোকবর্ষ এসব জটিল হিসাব
থেকে বেঁচে যায়।
মানুষের শূণ্য আত্মা যেন এক ব্লাকহোল
বিপন্ন হয় কত আহুত হৃদয়,
কত পথ, কত কাল হাটলে
হৃদয়ের দুরত্ব নাগাল পাবে,
অবসান হবে নিঃসঙ্গতা।