যেদিন তুমি আসবে ফিরে
দেখা হবে  নির্জনতা ঘিরে
বলবো, দেখা করার কালে,
এসো আকাশ রঙের শাড়ি পড়ে
কপাল জুড়ে রাখবে ধরে
লাল টিপটি আলতো করে।

তুমি যখন দাঁড়াবে পাশে
লাজুক মুখে, মুখটি নিচু করে
দেখবো তখন দুচোখ মেলে
লজ্জাবতী ঘাস ফুলে
হৃদয় দুলে দুলে।
হঠাৎ করে হালকায় হাওয়া
এলো কেশী ঢাকবে তোমার চোখ,
কেশ সরানোর মিথ্যা ছলে
ছুঁয়ে দিব  লজ্জা রাঙা মুখ।
হাটবো যখন মেঠোপথে
নদীর বাঁকে বাঁকে,
শান্ত গলায় বলবে কথা
যেন কাব্য ছন্দে গাঁথা,
কথায় কথায় যাবে ভেসে
সময় নামে বাঁধ
আনমনেতে আঙুল ছুবে
দুহৃদয়ে বজ্রপাত।