বুকের উপর মস্ত পাহাড়
ঝরণা হলো সাথী
প্রশ্ন তোলে একা আমি
কেন সাগর পথে হাঁটি।

হাঁটছি আমি হাঁটছি  আমি
তবু পড়ছি শুধু  ভাটি
মায়ার জালে আটকা পড়ে
খাচ্ছি লুটিপুটি।