মাঝে মাঝে রোদ হও,
মাঝে মাঝে বৃষ্টি হও!
মাঝে মাঝে স্বপ্নে ভাসাও
লাল দরিয়ায় ছায়া হও।
মাঝে মাঝে রাত হও
মাঝে মাঝে জোনাকি হও!
মাঝে মাঝে অশ্রুজলে
নির্জনতার সঙ্গী হও।
মাঝে মাঝে কথা হও
মাঝে মাঝে উপমা হও!
মাঝে মাঝে মৌনতার
বিশাল হিমালয় হও।
মাঝে মাঝে মান হও
মাঝে মাঝে অভিমান হও
মাঝে মাঝে জীবনের
নতুন গান ছন্দ হও।
মাঝে মাঝে কাজল হও
মাঝে মাঝে কালি হও!
মাঝে মাঝে চোখের মণি
চোখের আড়াল হও।
মাঝে মাঝে ঘর হও
মাঝে মাঝে পর হও!
মাঝে মাঝে হৃদয় হয়ে
শূন্যতার অতলে ডোবাও।।