বার বার ফির তুমি নিয়ে
লাশের মিছিল,
আর কত জীবনের দামে
তুমি হবে স্বাধীন।
পড়ছে লাশ পানির দামে
ক্লান্ত হওয়া কেন খুনি
এত প্রাণের হুলি খেলে।
কাঁপে না বিবেক তোমার
করে খালি মায়ের কোল
এসব মা বলবে না কথা
তুই যে মস্ত বড় শুয়োর।
দেশ হয়নি স্বাধীন এখনো শুনি
এরা হয়নি মানুষ, হয়েছে খুনি।