তুমি কি রাতের হাসনাহেনা?
নাকি সকালের শিউলি ফুল
তোমার আস্তানায় করি
আরাধনা আমি সর্বাঙ্গীণ।
কবি কাছে ডাকলে
হাতে হাত রাখলে
কবিতার সঙ্গ মিলে
যতদূর যায় চোখ
পাশে আছো তুমি আমার
আজ নয় কাল হোক
কেটে যাবে এই অন্ধকার
তুমি পাশে থাকলে
চোখে চোখ রাখলে
আমাকেও সঙ্গে নিলে
এগিয়ে যাবো অনেক দূর
তোমায় আমায় মিলে!
রাত কি ভোর
আমি তোমাতেই বিভোর
আমার আঙ্গিনা জুড়ে
তোমার পায়ের ছাপ
নিঃশ্বাসে বিশ্বাসের মায়া
ফেলছে প্রতিটি ধাপ।