কাজল


কাজলও কালি হয়
ঠিক জায়গা যদি না পায়।

বারুদ ঝরে কলমের নিপে
কয়লা হয় মুখ।