যদি আজ আমার ভালবাসা থাকতো
তবে আমার বসত হতো শিশির কণায়
আমি ভাসতাম খরস্রোতা নদীর বাঁকে
নীল আকাশের মেঘের মাঝে,
আমার বসত হত কাশবনের মাতাল
হাওয়া।
হয়ত বসত হত তোমার নয়নে
মনে,তুমি যদি ভালবাসা হতে
আমি তোমাকে এক আকাশ
নীল দিতাম,
তোমার চোখে জ্বলজ্বল তারা।
তুমি এক আকাশ ভালবাস
যেথায় এক চাঁদ,
তুমি আমার হলে
আমি পেতাম দশ চাঁদ
তোমার হাতের নখে।