ভালবাসার একটা ঘর বানাবো বলে
কত শত বার তোমার কাছে
ধন্বা দিয়েছি এক টুকরা
সমতল ভুমির জন্য।

মাত্র এই চাওয়া আমার
এক টুকরা সমতল ভূমি।
এর বেশি কখনো চাইবো না;
না চাওয়া কোন যুক্তিসঙ্গত কারণ
হয়ত নেই, এই ছোট্র জীবনে
অমর হওয়ার জন্য এর চেয়ে
বড় চাওয়া হয়ত নেই।

তুমি হয়ত ভাবছো তোমার বুকে
ভালবাসায় ঘর তৈরি করে
আমার অমরত্বের সাধ মিটাবো!
তাজমহল শাজাহানকে অমরত্ব দিয়েছে
এই জাগতিক ধারণায় অমরত্বের সাধ
আমার নেই, আমি তোমার হৃদয়ে অমরত্ব চাই।


"আমার সমতল ভূমি নেই!!"
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র
ইউক্রেন অতিক্রম করে
ক্ষত বিক্ষত করলো প্রেমিক হৃদয়।

বন্ধুর আর অমসৃণ অকর্ষিত ভূমিতে
ভালবাসার গোলাপ চাষ  করি
আমি বসন্ত আনবো, চাষাবাদ করবো
সুখের।

তুমি মৌনতার হিমালয়, আমার অপরাধবোধ
আমাকে ক্ষণে ক্ষণে নিঃশেষিত করে।।।

প্রেমিক হৃদয়ের চাওয়াটুকু কী খুব অযৌক্তিক,
অবৈজ্ঞানিক??