আমি হয়ত কোন কালে মানুষ ছিলাম না,
আমি যে মানুষ এই চরম সত্য
আমাকে বার বার প্রমাণ দিতে হয়!!

আমি ভুলে যাই আমি মানুষ!!!
আমার হাত,পা,নাক কান সব আছে,
এসব দেখতে অবিকল মানুষের অবয়ব।

কিন্তু  মানুষ খুঁজে বেড়ায় আজন্মকাল,
আমি হাত দিয়ে আমার সারা শরীরে
মানুষের অবয়ব অনুভব করি,
মননে মানুষের অস্তিত্বে সংকটে।।

আজ যে প্রজ্ঞা নিয়ে গর্ব করছি
পিছন ফিরে দেখি অমানুষের ছায়া
নিজের প্রেতাত্মা চিনতে ভুল করলেও
আমার পাশের মানুষ, অমানুষ সবাই চেনে।

শুধু আমিই চিনি আমার অহমিকা, অহংকার
আমিত্ব,
আমার ভিতরে শূন্যতাকে ঢাকতে
আমার এ মিথ্যা সাজ।