ঘুড়ি

স্বাধীন তুমি ইচ্ছে আকাশ
যতো দূরে যাও।

লাটাইয়ে বাঁধা তোমার  ঠিকানা।
বিশ্বাসী স্বপ্নের কাছে তুমি
উড়াও নীল বেদনা।