তুমি আমার সুখ দুঃখ
তুমি আমার মেঘ
তোমার জন্য অপেক্ষা আমার
হবো দুজনে এক।

তুমি আমার শেষের কবিতা
তুমি আমার লাবণ্য
তোমার জন্য অমিট আমি
হবো ভালবেসে ধন্য।

তুমি আমার পূর্ব পশ্চিম
আমি অর্ধ গোলার্ধ
তুমি মিলে এক পৃথিবী
অমর প্রেমে আবদ্ধ।