তোরে নিয়ে লেখি না কিছু
তুই জীবনের পার্ট,
বুক পাঁজরে কবিতা আর
কাব্য হয়ে থাক।